নদীর শিখায় নিপীড়ন জ্বলে দানবের উলুনাদ
ভেস্তে গিয়েছে শেষ সংহতি সাম্যের বেড়িবাঁধ।
ভেসেছে বাংলা হিংসার দ্বেষে ভিটেছাড়া স্বাধীনতা
হিস্যার পানি চুষে খেয়ে তারা ছেড়েছে রেচন গীতা।
লাশের মিছিলে উঠেছে জোয়ার ত্রাসের পাঁচিলে দাদা
ডুবিয়ে মারার কুটচালে তারা বলছে কালোকে সাদা।
আমাদের পানি আমার শিশুর ব্রঙ্কাসে দিছে গুঁজে
সন্তানের লাশ কতটা পাথর জলবোমা কি তা বুঝে?
সবটা গিয়েছে দাদাদের দানে ধুয়ে গেছে আঁখিজল
বিরান ভিটায় দ্রোহের উনুন জ্বেলে রেখো মৃতদল।
উজানের ঢলে পুঁতে দিও খুলি শুতে দিও শেষ ভোরে
উপচানো পানি আগামী মৌসুমে ঢালিও আমার গোরে।