পাবে কি দাম?
রক্ত সেঁকা মানুষ আমি রোগী নিয়ে দাঙ্গা শেষে
চন্দ্রবাতি জ্বালাই মনের কোণে
হল্লা করা লোকের কাছে গোবেচারা স্বভাব আমার
উটকো হাসি দাঁতগুলোকে গুণে।
আন্দোলনে ঢলছে যারা তাদের মা কে বলছি আমি
'সহজ সুবাস দেবো আমরা ফিরে'
পরে দেখি প্যাঁচার মুখে তকমা জয়ের লয়ের পথে
হারানোরা গোড়ায় গেছে ছিঁড়ে।
প্রমাদ গোনা স্বভাবটাকে পুজি করে একজীবনে
দেখছি মশাল, চোখের চাকু কতো
মানুষ শুধু তামাক ভরায় ; ছাই ফেলতে শত মানুষ
ধ্বংসযজ্ঞে লেলায় ইচ্ছেমতো।
লাশের খেলায় কে মেতেছে পতিত কি পতনকারী
হয়নি আজো সক্ষমতা বুঝার
আমরা তবু লাশ হয়ে যাই, মাথার দামে ভাঙে সিড়ি
আমজনতার ক্রেডিট করে উজার।
মরণপাগল বিপ্লবীরা নিজের মতোই মিছিল ভাবে
শুদ্ধ মানস, সরল আগাগোড়া
ঢিলের ব্যায়াম আটকানোরাও দেখতে আসে পাল্টাবেড়ী
রক্ত- উল্লাস গণরোষের পোড়া।
ধাঁধার ঘোরে জীবন ধাঁধায় পড়ে গেছে যাদের জীবন
পদ্মপাতার শিশির বিন্দু ঝরে--
স্তব্ধ স্বজন শোক পোহায়ে অনাদীকাল বুকের ভেতর
যাবে শুধু হাপুস হুপুস করে।
পাবে কি দাম ন্যায়ের দণ্ডে পিছলে যাওয়া বিদেহীরা
নাম-বেনামে শহর- গ্রামে শুয়ে?
নাকি শুধুই বদলা শোষক টাকার তোষক সাদা করবে
কালো নীতি রক্ত দিয়ে ধুয়ে?