স্মৃতির পালকে আদরে বিলি কাটে স্বপ্নের ঢেউ
ভ্রাম্যমাণ ঝর্ণার জলকেলিতে  নিহত উজ্জ্বল চোখে
জেগে ওঠে একফালি জেরিকো
আকাশের ক্যানোপি মাথায় দেবদারু বনে
হেঁটে আসে মধ্যরাতের নিস্তব্ধতার লোমশ আয়েশ।

জলছাপের জৌলুসে হেসে উঠে চুমুর আক্ষেপ
তাক লেগে থাকা বসন্তকুঞ্জ গভীর নিশ্বাস নেয়
মায়াবতী মাতাল অনুভুতির চুলের সুগন্ধ।

অন্ধকারের গভীর চলনের শব্দের মতো গাঢ়
ভাবনার ঢেউয়ে  তুমি আসো জলজ খমক
ফারাওয়ের নীলের ঘাটে পূর্ণিমার আবৃতিতে
ভাষান্তর  করি তোমার হৃদয়ের সুঢোল ভয়নিচ।

পাণ্ডুলিপির পাখায় যেন দোল খায় আকাশের বুক
আমার দৃঢ় মৃত্তিকায় ডোবে তোমার রূপালী চিবুক।