পথ চেয়েছে অঝোর কোলাহল
ট্রেন চেপেছে কুস্তি শেষের ছুটি
মন দেখেছে ফাঁকির চোখে জল
তবু মলয় খাচ্ছে লুটোপুটি।

আর কতদূর রাত্রি তোমার শ্বাস!
হর্ণে বুঝি পুড়ছে আঁধার কালো
হলদি ভিটায় মেহেদী ঘন ঘাস
আনবে কখন রাত্রি শেষের আলো?

ছায়াপথের শেষে চট্টগ্রাম
ট্রেন ফুরাবে কোন সে রাতের ফুলে?
ফিকে আলোয় স্টেশন দেখে নাম
কুয়াশাতে আঁধার ঘনায় চুলে।

বগি ভরা রাত্রি নিয়ে ট্রেন
কখন জানি থামলো এসে চুপে
যাত্রীরা সব কোথায় পালালেন
ছুটি রেখে অন্ধকারের স্তুপে।

ঘুম ভেঙেছে! স্টেশন ভরা ভীড়!
গাউনে ঘেরা রাতের শরীর শুধু
ক্রসিং ক্রসে কাটা যে শরীর
অপেক্ষা তার করছে নববধূ!