বাড়ি ফেরেছে গন্তব্য
পথগুলো জড়ানো তার পায়
জীবনের সফরে ক্লান্তির কল্লোল
ভিড় করে চোখের তারায়।

যোনি ও জঠরের পরিক্রমা
আলোকবর্ষে হয়েছে সওয়ার
অধরা সাফল্য রথের রথী
খাপছাড়া যাপনের দিল-দেলোয়ার।

শেষ-শুরু এই-সেই পথের ফলন
পথিকের পালাবদল নিখাদ বিষ্ময়
পৃথিবীর সব আলো--প্রেমের স্খলন
ভাড়া করা পরমায়ু হয়ে যায় ক্ষয়।

বিরহের বারিধি নিয়ে প্রেমস্বত্ত্ব আসে
জীবেরা জড়ের লোবান তবু ভালবাসে।