তোমাকে ভাঙছি আমি বোধের কাঁচদহে
বিকালের পেয়ালার নির্জন চুমুক
দুঃখজুড়ে টানিয়েছি বিব্রতের লাজুক ভেংচি
শূন্যতার ইটে ইটে গড়েছি আমার নিথর অন্তপুর
ভরসার অঙার হয়ে কতটা পুড়ায়
তলিয়ে যাওয়া শহরের খসে পড়া পলেস্তারা?
আত্নাজুড়ে যার গিজগিজ করে ঝলসায়
অজস্র বেদনার ত্রিশূল
তার চোখের গভীরতায় আতশী আলোর উৎপীড়ন
পুষ্পাঘাত মাত্র।
তোমাকে আত্মস্থ করছি মিছে বাস্তবতার
অলীক শবাধারে বারণে মোড়ানো
হে বিরহ আমার।