কোথাও কেউ নেই--
তেজোদ্দীপ্ত সৌরঝড়ে উড়ে এক মুখ
নামুক নামুক
অতীতের হরিণেরা বিস্মৃতির জ্যোছনায় অগ্রাণ গুলিয়ে নামুক।
সময়ের সিথানে ঘুমিয়েছে পথ
আকুলি বিকুলি করে কান
একটি বিদেহী প্রেম এসে
ভাঁজ করে রেখে গেছে গান।
পায়ের সীমানায় দিগন্ত দাঁড়িয়ে
দেখেছে ফুরনো জীবন
মৃত্যুর আয়োজন
কখন গিয়েছে ছাড়িয়ে।

কোথাও কেউ নেই --
মায়ামেঘ জড়ো করে পুড়ে এক মুখ
উড়ুক উড়ুক
জ্যোছনার মায়াজালে বেদনার ডাহুক আজ
নিরবে উড়ুক।