মাঝ থেকে সরে গেছে হাওয়াই সেতু
গান গায় আবহের পুরনো সরোদ
স্বর্পিল গ্যালাক্সি ঘেঁষে চলে যায় কেতু
পরে আছে তমাশার ভ্রান্ত অবরোধ।

নিখিল-ডাঙার বাঁধে ঘুমিয়েছে প্রেম
শরীরের মতো রাত ঘুমায় বেঘোর
সুতি নদীর মতোন পাখা মোলায়েম
হাওয়ায় রাখে ঠোঁট-- স্পৃহা সমুদ্দুর।

সলাজ ক্ষারিকা বুঝি ধুয়েছে আকাশ!
বিশাখার পাশে যেন বসে অগণন
সারিকার হাতভরা সম্মোহনী কাশ
মিটিমিটি ঢেলে যায় গণিকার মন।

মানুষের বেশে বুঝি পৃথিবীর হাটে
স্বাতী তারা এসে যায় রাতের তল্লাটে।