বালিকা ঘাগড় পতাকা চেনে না
মায়ের আঁচল ও বুঝে না দেশ
আমার পতাকা পায়ের প্রকার
পশু বা লোকের বুঝে না নিরুদ্দেশ।
বিকার যখন মাথা থেকে পায়
কিছুই থাকে না দেহে আর বাকি
মুত্রাসক্ত সবখানে পশু
উজানে বা ঢালে যেখানেই বেঁধে রাখি