শরৎ গিয়েছে চলে পুরাতন রমণীর ফুল তোলা স্কেচে
আকাশী আলোয় ভিজে পূরবী সিথান
কুয়াশা ঘনায় ঝোপে
নদীমনা পাখিদের পরিধি বিতান
বৃত্তবন্দী হয় চুপে
হেমন্ত কি খেয়ে গেছে রাতের মণ্ডুপে সব শালিধান বেচে?
বেগানা নীলের গায়ে শান্তির কাঁচুলি বিঁধে সুগন্ধি সন্ধ্যায়
পরপারের ক্ষিতিজ চেয়ে থাকে পথ
পানানের জলাঘাসে
ডাহুকের ডাকাডাকি চলেছে দ্বৈরথ
মল্লারীনি ধীরে আসে--
প্রণমিত লোকালয় সরে যায় মল্লারের মুখ দেখে হায়।
আলোহীন কালোহীন দিগন্তের চোখে যেন ছুঁয়েছে আক্রোশ
থুতরা বিকেল বেয়ে সাঁতরিয়ে রাত
বনে যায় জল ঝাঁঝি
এখানে সান্নিপাতিক বোধের অভিসম্পাত
হয় অশরীরী মাঝি
অতীতের ব্যথা যেন ঘাস হয়ে গড়ে সব
পতিত পুরুষ।