ছায়াসুতোয় মন বেঁধেছে দাবি
বিষণ্ণতা হলেও দিতে হবে
এক জীবনে ঘর পুড়েছে কত
পথ গিয়েছে পথকে ছেড়ে কবে?
নিছক কুহক বোধের প্রাসাদ জুড়ে
ঘর করেছে ঘরের শূন্যতাতে
তার ভেতরে তোমার কফিন পূরী--
না রও তুমি কি শোক আমার তাতে?
হৃদয় তাঁতে শান বাঁধানো ফ্রেমে
উঠবে মকর যাক না যতই নেমে।