কথারা এসেছে চলে জীবনের সরু মাঠে রূপালী আলোয়
কথারা বেসেছে ভালো কোন এক ঋতুমতী ভেসেছে ভালোয়।
উমের নগরী তার মায়ার আবেশে মাখে আলখাল্লা ঘুম
পোখরাজ চোখ নেভে অনুভবে পড়ে গেছে আশ্বাসের ধুম।
কথারাই একদিন অকারণ ছেড়ে যাবে ইটগোঁজা মুখ
বেদনার দিনে রাতে হৃদয়ের কুহকিনী ফেনাবে অসুখ।