চোখের কার্ণিশে সাঁতরিয়ে কান্ত ছায়ামৃগ আসে
সন্ধ্যার মত তার হরিৎ চোখ-ফুল
পরাণ ঝরায় সেঁজুতির
বেলোয়ারির বাতাসে
কবেকার কর্তিত আঙুল
মুখে নিয়ে জেগেছে যেন সে।
লালিমার পশমে দিগন্ত মরিযাদে বর্ণালীর স্তন
যখন বিলুপ্ত বকেদের সারি উড়ে
অচেনা রমণীর সাদা গোছার মতন
অস্ফুটে গিয়েছে সরে--
সেই সব মেঘেদের বেখেয়ালি মন।
নিপাট আকাশ শুধু পরিত্যক্ত এ মনের সামিয়ানা
ছায়ামৃগ খেয়েছে শকুন
স্মৃতির বন্দরে যেন ধরেছে বাহানা
অজাচারী পুরনো বেবুন
পৃথিবী মেলেছে আজ তাদেরই ডানা।
শোকের খামারে বিষাদের কালিমা ছুঁড়েছে লাভা
নদীমুখো চেতনারা শুয়েছে অবশ
স্মৃতিময় দৌড়ঝাঁপে মৃগেদের আভা
চেনাজানা মরণের হয়ে গেছে বশ
বিবশ আঁধারে ঘেরা দূরতর জাভা।
আবার পাললিক প্রচ্ছদে বৈশাখীর মুখের আশ্রম
দেখে যাবে রাতে অলীক শরীর
চাঁদভাজা অনুভব খেয়ে মতিভ্রম
মৃত সব প্রেমিকের ভীড়
পূজনীয়-ছায়ামৃগে দেখে বিভ্রম।