পরম্পরা

নারীনৃপ ভদকায় মেতে আছে নতজানু রাতের শরীর
বিবস্ত্র কালের শাপে পুরুষালি রোদ
অতল রমণ জলা--
কান্তিময় রূপশ্রীর তেজস্বী বারুদ
হংস মিথুন গলা
দ্বি মনা সরোদ তাতে ঢেলে যায় সম্মোহণ মৃত তনুশ্রীর।

এখানে শুয়েছে নদী-- দুইতীরে করে রেখে জমজ স্খলন
জীবনের জিরাতিরা চলে গেছে মাঠ ছেড়ে মাঠের ফাটল
গান গায় নিগ্রহের -- চিকচিকে আকাশের চোখে জাগে জল
অস্তমিত কোলাহলে বিলুপ্ত মায়ার ছিল গভীর চলন।

উর্বশী আকাশ তবু আবর্তের পথে আনে হলুদ মিনার
মায়াশোক দেবে যায় ফের জাগে প্রেম
আসে ছোঁয়াচে প্রণয়
পাললিক পরম্পরা করেছে কায়েম
জীবনের তাল লয়--
সময়ের দ্রাঘিমায় জমা হয় সভ্যতার পুরনো দিনার।