ঢেউয়ের সারির মতোন বিপুল তেজে
উথলে উঠেছে চার দুয়ারে বেদনা-বাথান
অথচ
বারোয়ারী  ছাপোষা জীবন
কী সুনিপুণ অবলীলায়
সময় মাড়িয়ে চলে যাচ্ছে অনর্ঘ যবনিকায়
উপেক্ষার আঁশে আঁশে
কিলবিল করে
চতুর্মাত্রিক তিরস্কার
গলা বাড়ানো নিগ্রহে
অনর্গল তাল দেয়
ভস্মীভূত অহমের ফসিল।

একটা কাকতাড়ুয়া  অস্তিত্বে
ভর করেছে বাস্তবতার বিষণ্ণতম ভীড়
পেষিত যন্ত্রণাগুলো
যতই স্বরূপ ধরে ফিরে আসে
দাঁতেল শুয়োরের -- ততই
বর্তমানকে সামনে ঠেলে দেয়
বিমর্ষ অতীত --
অথচ
লালায়িত মানবজীবনে
আমিও রেখেছিলাম একদিন
স্বাগতিক পা।