কোথাও মনের ভেতর আলিশান বাগানবাড়ি
জেগে উঠে তুমিহীন সুষুপ্ত নগর
রোদটানা শকুনের দেহে এক কালোত্তীর্ণ নারী
স্মৃতির আবহে বাঁধে পরিত্যক্ত ঘর।

সব বসন্তের কুলধারা এক হয়ে এসে
গুমোট বিকেল নিয়ে করে টানাটানি
নান মাদুলের ছায়া ভৃপ স্থানিক বিদ্বেষে
অনুবাদ করে সব রিক্ত দেবযানী।

কোথাও কোমার ক্লেদে পুড়ে এক গভীর বিষ্ময়
মানুষের মতো তুমি রয়েছো নিগড়
প্রেমের সম্বিৎ বেয়ে এসেছে যে লয়
তার থেকে বেশি ধার তোমার শিকড়।