তুমি তো জানো না অশ্রুর মতো হাসি ও ঝরায় শোক
মেয়েলী চাঁদের প্রলেপ পুড়েছে অরোরার  ধুকপুক

মহাকাল শুধু গেয়ে যায় স্তুতি বরফেও পুড়ে মন
জীবনের খামে রেখেছি আগুন বিপ্লবী গজানন
কপোলের টোলে ভেসেছে উঠান দ্যোতিতে আকাশ ফিকে
তুমি তো শুধুই মোহের আবেশে রেখেছো চৌদ্দ শিকে।
তোমাকে পাঠের শেষ শুধু শুরু হয়ে যায় ঘুরে ফিরে
সাহারাকে সঁপে দিতে গেছি ভুলে ফোরাত নদীর তীরে।

বেলাভূমি পুষে প্রেয়সী পাই নি পেয়েছি যে পদছাপ
জোয়ারে মুছেছে প্রেমের চিহ্ন রয়ে গেছে পরিতাপ।