বোধের অতীত

আমার প্রেয়সী যেন কথা কয়
বিলুপ্ত সময় নিয়ে ঠোঁটে
দারুণ অস্ফুটে
বুকের গহীনে চাপা ক্ষয়।

বেদনার অপার্থিব নীল আলো
নিপাট স্মৃতিতে ফল্গুধারা
বারমাসী চরা
একদিন জলকেলি বেসেছিল ভালো।

সাদাপায়ে চলে গেছে ছেলেবেলা
এখানে জীবন বোধের অতীত
বারমাসী শীত
ধারনাতীত বসন্ত করেছিল খেলা।