পথ গিয়েছে পথকে ছেড়ে মরে
পথিক প্রেমে তবু বাজে বাঁশি
ভিন্ন আলোয় আরশী গেছে ভরে
ফাঁসির কূপে মরতে গেছে হাসি।

একই আকাশ এক মাটিতে হেঁটে
মন দুজনের ছাড়িয়ে গেছে মেরু
ভুতের ভাগার প্রেমের নামে ঘেঁটে
লিমার কথা ভুলে গেছে পেরু।

রাতের মিনার লিখে গেছে ভোরে
আলোক মশাল,এই যে পতন সীমা
কবর ফলক নাম লেখানোর ঘোরে
নিয়ে গেছে সব জামানত, বিমা।

মনের শ্মশান কল্প চিতায় জ্বলে
বিপরীতে চলছি জনম ভরে
বাষ্পপ্রেমে যতই গেছি গলে
পাবো না আর কভু আপন করে।

তবু প্রেমের পুষছি মমি মনে
অকারন এক বিষাদপ্রেমী বোধে
মন খারাপের তুমিময় নির্জনে
বিষফোড়াটা জিইয়ে রাখি গোদে।