কী সুন্দর নিখুত এক ফাঁকি
গড়েছো যে হৃদয়ের মাঝ শহরে
আমি তাতে চড়ি উড়ি আর পুড়ি
ঘুড়ি হয়ে যাই তার ছলনার আকাশে
যন্ত্রণা তোমার নাম কি দেব প্রেম
নাকি দেব হৃদয়ের গলগলে রক্তক্ষরণ
যন্ত্রণা তোমার আবেগী অনুরাগে
অজান্তেই সঁপেছিলাম আমার মরণ।।
দুখের দহনে আধো আধো বোধ
অচেনা তোমায় কভু ভাবে চিরচেনা
ভাঙনের মোহনায় একপায়ে ভিটা
ধ্বংশের সাথে করে মন লেনাদেনা
বেদনা বেয়ে বেয়ে আমি উঠেছি শিখরে
গোড়াতেই আটকানো রয়েছে চরণ।
রাতভরা ব্যাথা আমি ফেরি করি বুকে
ছোঁয়াছে প্রেম কভু পিছু হটে না
তারাদের মোহ মায়া বুকে বুকে রটে
তোমার পাথর মনে কিছু ঘটে না
দেখেছো আমায় কি কখনো চেয়ে?
আড়াল করেছে না কি বিষণ্নতার আবরন!