ক্লান্ত বিকেল হাওয়ার ঠোঁটে দিচ্ছে ঢেলে লাভা
একজীবনে মায়ার নদী পারবে যেতে জাভা?
আলোক কুসুম পা ফেলেছে জীবন সমুদ্দুরে
সাঁঝ- বিকেলে নিখিল চলে হৃদয় পুড়ার সুরে--

কার বাগানে দ্রোহের আগুন নিজকে পোড়ায় নিজে?
যাপন-ঘড়ি অচল হলে আগুনে চোখ ভিজে।
বাঁচার আগুন নিভাই বোধে মরার আগুন জ্বালি
দ্বিধার বুড়ি চোখ পাকিয়ে ছুঁড়ছে চোখে কালি।