পাথর ও কাঁদে কোন কোন অবেলায়
কতটা শক্ত হবো বল কোজাগরী রাহু?
দুঃখের এই সৌধ নির্মাণে
কতবার উপুর করেছি আমার
বহতা বেদনার ললাট ঝরোকা --

শোকের গঙ্গায় ভেসে যাওয়া খড়কুটোয়
আজন্ম করেছি আমি ভৈরবী কীর্তন
আমি এক অপরিণত পথিক হয়ে
পায়ে পায়ে মাড়িয়েছি দুঃসহ হোঁচট
অটলতায় চোখ বেঁধে দিন রাত
সহ্য করে গেছি জীবনের অস্বস্তির পদাঘাত--
পাথর ও কাঁদে কোন কোন অবেলায়
কতটা শক্ত হবো বল কোজাগরী রাহু?

প্রেমে প্রেমে মানুষ পুড়ে না শুধু
কখনো অপ্রেমেও পুড়ে হয় ছারখার
অবেলার অপ্রেমে আমি কতটা পাথর হবো
ভেতরে তুলোর হৃদয় রয়েছে আমার--
পাথর ও কাঁদে কোন কোন অবেলায়
কতটা শক্ত হবো বল কোজাগরী রাহু?