সমুদ্রের মণিভান্ডার মেখেছো কাজলে
চোখের চাকুতে হই হরদম খুন
তুমি এক বর্ণচোরা মায়াবিনী দ্বীপ
বুক জুড়ে জাগরুক ব্যূহের আগুন।

রূপের বাঁশি দিয়ে উজার করেছো আমার
ভেতরের রত্ন হ্যামিলন
তুমি এক ভূবন মোহিনী জাদুনাদ
বিষাদিতা আফ্রোদিতির মন।