ফসিলের একাগ্রতা আনে ছায়া মোষ
জীবিত চোখের নুনে সেঁটে যায় নদী
আবার মানুষ হয়ে বেলীরানী ঘোষ
বেদনার আবছায়া ছোঁয়ে যেতো যদি!

ভাবকলা নিয়ে ঠোঁটে চলে গেছে পথ
প্রেম থেকে বিরহের ক্রমশঃ গভীর--
ঊনমনা নারীদের বিকল শপথ
ঘাড় ভাঙে মনদাতা রূপী দধীচির।

খেয়ালের রাবাব তো যেথা সেথা বাজে
কজন আর মন্দিরা হয়ে ধরে তাল?
মায়ার শিকল পরে সখের মাতাল
একপেশে  ক্রীড়ানক আর সং সাজে।

স্মরণের কলাবউ ভুত হয়ে রোজ
হৃদয়ের চাক কেটে করে প্রীতিভোজ।