আয়ুরেখা
রাতের কালাচ ঘুম ফলেছে অঙ্কুরে
বেদনা শিকড়ে তোলো মাটি
নিহত দিনের শব রেখে ভগাঙ্কুরে
চলো আজ সিলুয়েটে হাঁটি।
দিকভাঙা উঠোনের ছেঁচে দৃষ্টিপাত
ছায়ামৃগে চাপাও সম্ভোগ
শরীরের শতরূপে শত সৃষ্টিঘাত
উপুর করুক মৌনরোগ।
ভেতরের সারমেয় ঝরাক প্রলয়
আমৃত্য বসন্ত করে ধার
জোনাক মৈথুনে এঁকে শরীর বলয়
সময়ের গন্ডি করি পার।
ধারণার মেঠোক্লেদে নবনীত কাম
চাঁদের গিলাফ ছিঁড়ে এসো
শরীরী ও অশরীরী সম্মিলিত নাম
ধানে আর ঘ্রাণে ভালবেসো।
ভেতরের ছায়াবৃত্তে দ্রাঘিমা-চৌরস
হাঁটি হাঁটি পা পা করে চলে
আমাদের আয়ুরেখা, জীবনের কষ
চাঁদের কলায় যাবে গলে।