জীবনের মতো মৌসুমী নদী ও বেঁধেছে দু-কূল
ভরসার ভারসাম্য টানে মোহনায়
ঢেউ গুনে শেষ করে মৃত সব ভুল
নিজের আধিক্য দেখে গভীর ফেনায়।

ঘুমিয়েছে-- দোয়াবও খাঁড়ির গহীন শুন্যতার পর
হিসাবের গোঁজামিলে কোনরকম সমাপ্তি
টানে আয়ু
প্রস্থানের ভূমিকায় বেয়ে সময়ের অথই সাগর
সুখী উত্তরাধিকার রেখে যায় শাপগ্রস্ত স্নায়ু।

খরস্রোতা নদী সমাধি চেনে না
স্বার্থের ধারালো দাঁতে কাটে পরম্পরা
লোপাটের ঋণে যে সম্ভ্রম কেনা
সেখানেই নাতী-নদী ফেলে যায় চরা।