ভাবনার পাতা জুড়ে শুধু অস্থির পদছাপ তোমার
বর্ধিত করে যায় গহীনের বেদনা মলাট
শ্যামাঙ্গ সন্ধ্যায় আমার লালিমার অনুবাদে
পরিত্যক্ত পদছাপের বিরান সৈকত
ক্রমশঃ ঢালু হয় রাতের গভীরতায়--
শিশিরের শব্দ বেয়ে দুঃস্বপ্নের হেমলক
গলগ্রহে  ডেকে আনে অকপট ভোর
কুয়াশায় আমাকে রোপণ করে তেপান্তরের কোটীপত্রী বট
আর এক আবছা ছায়ামূর্তি দৃষ্টির সীমানায় এঁকে যায় অগণিত পদছাপের
অস্পৃশ্য মন্দাক্রান্তা দিন।
বর্ধিত করে যায় একধাপ অতলতা।