মিথের অন্ধত্বে চলেছে দিকভোলা কৃষ্টির নদী
হাতির মতো শুঁয়োপোকাও জলের মাতালতায় বাঁচে
হারকিউলাসের দুধ ছড়ানো ছায়াপথের মতো--
অজস্র তারকার আবর্তনে পূরবী তুমিও এক ভেসে চলা পাথর ;
শুধু লৈঙ্গিক ব্যাকরণ মেনে আগুনের প্লবতা আজ
তোমার হিমাঙ্কের পরিধিতে দেখায় বিমূর্ত অরোরা।
পূরবী, দলকানা আলোর রৈখিক তরঙ্গের মতো
তুমি এক নীতিহীন তেজস্ক্রিয় মিশাইল।
জীবনের গভীরে ডুব দিয়ে তুলে এনেছে যে রাশি রাশি জড়তা
তার কাছে জীবনের মানে শুধু একপেশে জিতে যাওয়া।