একটি পুকুর, তাতে উপচানো জল
তীরের মতন বেগে ফিরে আসে নদী
যদি'র বারিধি ফুলে ফুল পঁচা দধি
দীপ্ত বেদনার তাতে গাঢ় কোলাহল।
জীবনের হাতে দিয়ে সঁপে ভুলচুক
সময়ের দাবড়ানো খেয়ে ভাঙে পাড়
কাজলের গায়ে লেগে জলের চিবুক
নদী ফুঁড়ে বের হয় ব্যথার পাহাড়।
বুকের কলস থেকে অঝোর আগুন
জলের প্লাবনে মিলে ঘেরেছে শরীর
তার সাথে শুচিবায়ু, সাধনার নুন
সলীল সঙ্গম যেন কলস-দড়ির!
জলের আগুন যদি একবার জ্বলে
হাজার বছর ধরে মন পুড়ে-গলে।