খয়েরী মেঘ পেড়ে জ্বালাও জোছনায় জলের উনুন
সময়ের হাত ধরে চলে যাক কালের কুমার
দৃশ্যপট জুড়ে জাগে রাত পোহাবার ক্লান্তি
ঈষাণের কোরবানগাহে বাঁধা বেনামী সম্ভোগ।
বুকপাথরে দানা দানা কার সোনালী শিৎকার?
ঘর হোক, কুলপতি নখের শখে গাঁথা নারীর শরীর
তাতে আজ অজস্র দানাদার কামনার ভীড়।

পুজার ছলে ছোয় পা,  কাম রজতে ফোটে ফুল
প্রজ্ঞাপনে মার খায় ভাষা ভাসে গ্রীক দেবীর চুল
নিটোল স্তনগ্রন্থি নাদুস নিতম্বের টোলে
নারীভক্তি নারীতেই নাড়ায় কৌশলে
হরিণের লাল দাবনা জাগে সবুজ ঘাসের উপর
সুগন্ধি সকালময় জাগায় দুর্দম্য ক্ষুধা
শ্বাদন্তের আজ্ঞাবহ থাবার নখর।

গর্ভ থেকে ধ্যান করে এনেছে যে নয়নের নীর
তাতে শুধু জমে আছে গাদাগাদা নারীর শরীর।