মোহরাচ্ছাদিত শীতরাতে
কোমল সুন্দর বেদনার ষড়ভুজ
আমি আর আকাশ এক পায়ে দাঁড়িয়ে
গোগ্রাসে পান করি মাঠের নিরবতা
নিহারিকা তুলেছে পেখম
কোটি বছর পুরনো লোমশ কালপুরুষ
কখন বদলে গেছে অচেনা আমাতে।
মোহরাচ্ছাদিত শীতরাতে
নক্ষত্রের নিরব গতিপথে
যোগব্যায়ামে বসেছে সময়
আমি এক সাঁঝবাতি
নিভে যাই নিভে যাই
পলক পড়ার আগে।