ব্রহ্মতালুয় ঠেকছে এসে কাঁটা
ভ্রান্তি আমার ভিটে বেচা মনে
পথের ভীড়ে মুছেছে যে হাঁটা
জমবে কেন এসে খাটের কোণে?

অতীত থেকে ছুটে এসে আহা
মুখ লুকিয়ে দেখি বর্তমানে
ভবিষ্যতের পালক দিচ্ছে হা হা...
হেসে অতীত সুড়সুড়ি দেয় কানে!

চোখ ভেজানো জীবন এসে বলে-
'ভরছো বৃথাই এঁকে খেরোখাতা
তুমি শুধু ভোগে যাওয়ার ছলে
ত্যাগের সাথে করছো আদিখ্যেতা '

ভুলগুলো সব বিফলতা পরে
হুমড়ি খেয়ে ধরছে আমায় ঘিরে
'ঠিক না করে কেন গো ভুল করে
ব্যর্থতাকে যাচ্ছো ছুঁয়ে ধীরে?'

অতীত এবার বুকের ভেতর বসে
মারছে বারি অপরাধের ঢাকে
রুক্ষ হাতে যাচ্ছি দু-চোখ ঘসে
পরছি এ কোন্ বিদায় দুর্বিপাকে?

সুখের ক্রেতা যতই বনে গিয়ে
জীবন চরে বেঁচে থাকো, ভুলো
বিদায় বেলা  খালি দু-হাত নিয়ে
দেখবে জীবন- পুরোটা তার ধূলো।