রিক্ত কলাপাতা
তোমার হলুদ জামা সূর্যকে নিয়েছে ডেকে-- স্বর্ণচাঁপা দিয়ে
বাতিকের মন যেন-- জ্বেলেছে অপার আলো পোকা- ভাজা ঘিয়ে।
ভুল পথে চলে এসে ফিরে যাবে পুনরায় পথের কাঁকর
এমন প্রেমের নীতি কোনদিন শুনে নি তো কোন ভাঙা ঘর।
বিকেল গলিয়ে রোজ সন্ধ্যা তামা ছারখার করে যে হৃদয়
তার কাছে শিশিরের অভিধান জমা এক বিপন্ন বিষ্ময়
তবু আজ অবেলায় জমা দিয়ে যাই যদি বিরহের খাতা
তুমিও কি পুড়ে যাবে স্তব্ধ বেদনায় শিশিরের কলাপাতা?
শরীরের মতো মন দৃশ্যমান হতো যদি মানুষের চোখে
অনেকেই ফেঁসে যেতো--মানুষের পরিচয়ে মাথা যেত ঝুঁকে।
পথিকের পথ নাও, হৃদয়ের লেনদেন যত কথকতা
অক্ষুন্ন সে মন দাও, দাউদাউ করে জ্বলা রিক্ত কলাপাতা।