বিষণ্ন সুন্দর ধরে উড়ুক্কু বেদনা আমি
মেখেছি স্বপনে
সারাদিন মান-- যাপিত জীবন
বয়ে নেয় দেহহীন বুক
সিকস্তি চিবুক জানে কত সুগোপনে
বর্ণচোরা মন পোহায় এই অসুখ।
পিচের গভীর তূণে ভরেছি তরল তীর ডোবানো দু পায়
মাছরাঙা নদীটির ফেলে রাখা বাঁক
আর কখনো কি চায়?
পাথরে জড়ানো প্রেম বারমাসী শোক
শুধু পুঁতেছি এ মনে
সময়ের খুঁটিগুলো ভীরু আনমনে
সীমানা পেরিয়ে চলে যায়।
মুখের ছোবল হানা প্রেমডোবা বাতাসের উড়ছে আঁচল
প্রেম নয় বিরহ বিহীন স্মৃতিঘোলা জল
চোখের লবন ছানে
নিরাসক্ত জীবনের টেনে ধরে চুল
পাথরে ডোবানো পায় পথ শুধু রেখে যায়
যাতনার দীপ্ত হুলুস্থুল  
পায়ে পরে বিস্মৃত প্রেয়সীর মল
বেঘোর অতীত আসে
ভালবাসে -- ঝরা প্রেম, একদিন জীবনের গলি ছেড়ে মিশেছে যে
সীমাহীন ভাবালু আকাশে।

বিষণ্ন সুন্দর ধরে উড়ুক্কু বেদনা আমি
মেখেছি স্বপনে
সারাদিন মান-- যাপিত জীবন
বয়ে নেয় দেহহীন বুক
সিকস্তি চিবুক জানে কত সুগোপনে
বর্ণচোরা মন পোহায় এই অসুখ।