পরম নৈবেদ্য আজ ছায়ার সমুদ্র জপে হয়েছে আমার
মেঘের রেখার ঠোঁটে রৌদ্রের ঝিলিক উঠে গান কবিতার।
সোয়াযুগ অধীত সে কালযাদু স্বপনের দিন হলো শেষ
অবশেষ অনুভবে বৈশাখ জৈষ্ঠ্যের কাঁধে এসে দিলো ঠেস।
অঝোর বেদনা ধারা পেয়ে গেছে মোহনার গভীর শরীর
কবেকার নীড়হারা পাখি যেন বারিধির শেষে পেলো নীড়।
সময় সমুদ্র তুমে কুছ পরওয়া নেহি ভয় নেহি আর
ক্ষয়ে যাক অলিগলি মুছে যাক পদছাপ আসুক জোয়ার।।
গভীর সন্ধ্যার চুলে শীতলতম রাতের হোক জড়াজড়ি
আমি তো বৈশাখ নীড়ে গভীর ক্লান্তির ঘুমে ভয়নিচ পড়ি।