বিষাদের নীল

আঁধারের ক্রোধে পেচানো নিথর দিনের শরীর
বহুরূপী ভদকায় মিশে গেছে এনেলিডা ক্লীব
জ্যান্ত মানুষেরা আজ যেন মৃত দের ভূমিকায়
পোক্ত অভিনেতা ;ডাইনোসরের অশরীরী ভীড়
সত্যের সমাধি দাপিয়ে বেড়ায় লকলকে জিভ।

কবর ফলক জুড়ে অনিয়ম ছেপেছে স্মারক
ইলুমিনাতির ত্রিভুজ মিনারে ঢাকা সব পাঠ
কলুষতা মেখে সব প্রতারণা চারুকলা যেন
এই পৃথিবীর ; বেদনার নীল ব্যথার ধারক
হয়ে আছে নথি --আত্নহুতি আর ডাকাতির মাঠ।

অন্ধকার খামে লেখা শেষ চিঠি আলোকের তরে
ব্যর্থ মানুষেরা জমে গেছে সব পুঁজির পাচিলে
তাহাদের ছায়া ভুত বাস করে মিছে সংসারে
দক্ষ পরিফেরা পুঁজিবৃত্ত গড়ে তাহাদের ধরে
নরক হয়েছে কৌতুকের নাম,  বিষাদের নীলে।