পাখনায় ফাগুনের সবুজাভ নীল বিষ হাওয়ার টিপে
বিষন্ন কৃষ্ণচূড়ার পাশ ঘেষে মরা নদী বয়ে ছিপছিপে
তোমার বেদনা বয় অগণন পরাজয়-- ঋত্বিকা আমার
বসন্ত হেঁটেছে পথ ইটাখোলা বাঁয়ে রেখে ফেলে তার ঘাড়।

সুগন্ধি সময় শুধু ফুরিয়ে গিয়েছে কোন কাঁটাতারে গেঁথে
মিছে ফোটে ফুলগুলো হারানোর গল্পে শুধু বেঁচে আছে মেতে।
ফাগুন কি পাখি এক? গরিলার বাসা বুনে  রচেছে ত্রিকাল?
নিয়তির শিকারের শেষ গোলা গিলে যেন চেয়েছে বিকাল।

আরেক বসন্ত আর  ফিরবে কি ছারখার করে রাখা দেশে?
ফুল পাখি পাতা হয়ে জনতার হাত ধরে বিজয়ীর বেশে?