ঘরমুখী দিন আমার পরদেশী হয় সন্ধ্যায়
দুঃখের নোটের ভাংতি ছিল না বলে
নিয়তির কাছে রয়ে গেছে সখের সওদা
আমি দিনরাত রয়ে গেছি ভবের বাজারে
শুধু এক ভিত্তিহীন ঊনমানুষ।

ছায়াশিখরে খেয়াল বেঁধে
সন্ধ্যার আজানুলম্বিত রোদ লেলানো
যার পিছনে
ব্যর্থ দৌড়বিদদের একজন সে আমি।

আপনি যদি আপনার সৃষ্টি নিয়ে মশকরা করেন
তাহলে সেই সৃষ্টির একমাত্র নিকৃষ্ট স্রষ্টাও আপনি।