ছায়া প্রেম জেগে আছে কোমায় মনন
অনুভবে পেতে রাখা মায়াবী নগর
বৈশাখীর ঠোঁটে শাক ভাজা অগণন
স্নান সেরে খেতে আসে ভিটে ছাড়া ঘর।

আকাশের মেঠোপাঠে ঘুমায় হাওয়া
ঘেমে গেছে কোলে জমা মেঘ সোনাধন
-"পার না কি নিতে কোলে?   নীলাভ চাওয়া !
বিলাবনে দোল খাও কেন নীপবন?"

ভাবনার ভাঁজে সুখ হলুদ প্রহর
কামনায় দোল খায় ঘাসের শরীর
ফেলে আসা ডেরা নেয় বেদের বহর
অশরীরী ঘ্রাণ তাতে করে আছে ভীড়।

আকাশে আঁধার ফেরে, চোখ খুলে রাত
শ্মশানের সাথী তবু ধরে রাখে হাত।