খাঁচা
শ্বেতবসনা নীল স্বপ্ন
হীরার ধারে কেটে গেছে ধার
ফুলের পৃথিবীতে গ্রাফাইটের বর্জ্য তুমি
বিতৃষ্ণা অনিবার।
ক্ষুধাগন্ধি দৈন্যতা মুঠোবন্দি নাশ
ঘৃণার্হ তুমি এক পতনের কূপ
করুণা বা প্রেম দর্শনে খালাস
স্রষ্টার সন্ধানী খেয়ালী কুরূপ।
বানোয়াট শত্রুতা তোমায়
করেছে 'বিপক্ষ' চির খল
তোমাকে ভুল বুঝে সমাজের মানুষেরা
আত্মপক্ষ সমর্থনের খুজে পায় ছল।
বিনা বিচারে প্রমাণিত শত্রু তুমি
ঠকে যাওয়ার জন্য বাঁচা
মন বিরোধী উপাদানের অস্তিত্ব ভূমি
গড়া তুমি এক প্রতিপক্ষ খাঁচা।