দীন-দুঃখীদের নজর দিন

কোঠা নাকি কোটায় যাবে
বলো রে মা মুক স্বদেশ
ভূখ নিয়ে যার ফুটপাতে বাস
কোন কোটাতে তার এ বেশ?

মুর্গা-ডিমের তর্ক ছেড়ে
দিস পতাকা দেশকে ছায়
মানুষ তো আজ ধরে মানুষ
পারলে আস্ত গিলে খায়।

গরীব কোথায় গুঁজবে মাথা
রাষ্ট্রযন্ত্রের বিরাট হাঁ
মরতে গেলেও টাকা লাগে
কর রে শোষণ ধর্ রে খা।

নিম্নবিত্তের স্বার্থ রেখে
কয়টা বিধান করছো পাশ?
যাদের পায়ে ভর করে আজ
মধ্যম আয়ের ফেলো শ্বাস।

ভাগ বাটোরায় রাখ্ দিয়ে আজ
পোভার্টি লাইন নিচে নাও
তুমি ব্যাটা ষোল আনা
লাভের পরেও সুলভ চাও।

দীন ভিখারী দেশ যে আমার
পঁচানব্বই ভাগের মাল
পাঁচজনে খায় কাগজ করে
হায়ে রে গুলশান,ধোলাই খাল!

দোহাই বাবা পীরে কামেল
দীন-দুঃখীদের নজর দিন
দর্গা ভরা তেলের ভাঁড়ার
যিকির আযকার করছে ঋণ।

গরীব মারার ছক এঁটে কেউ
ক'দিন বলো টিকছে ভাই?
কত দালান বটগাছে খায়
তসবি আছে তালেব নাই।