জল জ্যোছনায় ভাসাই কাতরতা
মেঘ মাদুলি বাণ মেরেছে চোখে
তুমি কি আর আমার ব্যকুলতা
রাখছো পায়ে? মন বিবাগী ভূখে!

সখের গরল ছায়ার পিয়াস পুষে
আলোকদামে পুড়ছে বিষণ্ণতা
রাতের পুতুল রাত এনে প্রত্যুষে
আরেক তোমায় বশ করেছে কথা।

সন্ধ্যা খাবে বন্ধ্যা নদী এসে
ঢেউগুলোকে যত্নে রেখো স্মৃতি
বৈশাখী দিন চৈত্রে ভালবেসে
নষ্ট উঠান পুড়ছে যাপনভীতি।

কামুক তুফান আলোর ঝাড়ে ঝাড়ে
ছায়াকে দেয় মন ভুলানো স্তুতি
প্রেমের নামে যম গিয়েছে পারে
সামলে সিঁদুর! রুখো অনুভূতি!