বেঁচে থাকো অভিনয়
  তোমার কারনে প্রনয়
বসুধায় হয়েছে অমর।
পিতৃব্যকে করে দিলে ভাই
পূণ্যকে দিয়ে পাপীর বুকে ঠাঁই
নাত জামাঈর পকেটে বাঁচে স্বার্থপর।
বেঁচে থাকো অভিনয়
বাস্তবতার মিথ্যাজালে
ফকিরে টেনে নিয়ে রাজার বলয়
বাস্তবতার যাতনা ভুলে
আকাশে বাধে স্বপ্নের ঘর
দিক যত  ফাঁকি শুভঙ্কর
অভাগা জীবন চিনে লয়।
বেঁচে থাকো অভিনয়।