এসো আজ শূন্যতা
মুখোমুখি আবাদ করি চোখ
বেনামে আমিও ছুঁয়েছি ছায়া
উজার কোন উঠানের বুক।
বেদনার মহাদেশ নিলামে তুলেছে তার
খুচরো হিসাবের খাতা
বহাল তবিয়তে ঘর করে গিনিপিগ
ছুঁড়ে ফেলা বার বনিতা।
নিরিখের ওপাশ ছোঁয়
বিক্ষোভের অঝোর কোলাহল
মানুষের বেশে এক রহস্য আগুন
বেঁচেছে বিষাদে অবিরল।
এসো আজ পূর্নতা
ভাগাভাগি করে নেই শোক
পৃথিবীর সব আলো একাধারে তার
উত্তরাধিকার হোক।