তোমাকে আমার করে পেয়েছে যে মাঠ
তার শরীরের গন্ধ মেখে রূপসী কপোত
রংটানা মেঘ হয়ে ঝরায় আগুন
প্রিয়তমা তুমি এক গভীর বিষাদ
বেদনার কাঁটাতারে রয়েছো নিপুণ।

দ্রোহের মিছিলে যেন তুমি ব্যারিকেড
হর্সহেড নেবুলার হিমেল মাহুত
অদৃশ্য আলেয়া ধরে বুকের কল্লোলে
নামহীন দেহহীন জেগে উঠা ভুত।

জাগতিক মরনের ফাঁসিমঞ্চ সেজে
দিনরাত হত্যা তুমি করে যাও নিজে ।