নামতা লিখে দিন অন্ধ সময়
খোঁড়া বিচার ও মূর্খের দেশ
হাতে-কলমে, কপালে ও কর্মে
গুণের নামতা লিখে দিন-- ব্যাস ;
আমার জলের অগাধ গানে
রম্যে হারায় ভরসার কূল
বিশ্বাসের মহামারী আমার দু চোখে
ভেসেছে বেমানান ভুলের মাস্তুল
শকুনের খাদ্য হয়ে বেওয়ারিশ
আদিখ্যেতা হয় আমার অনুরাগ
শিকারীর হিংস্রতায় বরাবর
আমার গুণেরা হয়ে যায় ভাগ।
নামতা লিখে দিন কুশলী ও কবি
নীতি নির্ধারণী পালের গোদা
নাগরিক নামতায় গুণ ভাগ হলে
এবার বাঁচাতে পারবে না খোদা।