প্রাণের বহর নিয়ে ছুটছে শহর
ঠাহরে প্রহর গুনে চিলেকোঠা
সিগন্যাল আছে থেমে জীবন জমেছে জ্যামে
প্রশান্তির নেই ছিটেফোঁটা।
গাদাগাদি বসবাস আকাশ কি মেঠো ঘাস
শরতের সাদা কাশ নেই খোলা হাওয়া
চারপাশে শোরগোল জীবনের হুলুস্থুল
চারকোল আকাশ বিষে চাওয়া
টাকায় টাকা আনে চাকায় মানুষ টানে
নেই এই শহরে সলীল-- পদ্ম ফোটা...
লোকের উপরে লোক কর্ম ব্যস্ততা --শোক
বেনামী অসুখে ভরা মন
পথের উপরে পথ মতের উপরে মত
পাহাড় সম ইমারতে অচেনা প্রিয়জন
কাজ-ঘুম খাই দাই আর অনুভূতি নাই
লোকের মাথায় বাজখাঁই যন্ত্রের বোঁটা...
যানজট সংকটে মানুষ গিয়েছে টুটে
বিদঘুটে হর্ণে আলো পুড়ে
বিচিত্র এ আয়োজনে জীবনের প্রয়োজনে
ভোক্তাজনের মন শুধু উড়ে
শুধু ভীড় কোলাহল, যন্ত্রণার হলাহল
আসল সফলতা নিয়েছে তো লোটা...
দূষণের শেষ ধাপে দুর্গন্ধ ভরা খোপে
অবচেতনে মানুষ দিশেহারা
কিলবিলে কীট যেন জীবন পেয়েছে হেন
আজন্ম বন্দীত্বে নরকের কারা
পুঁজিপতির চালা চালে মানুষ আটকা জালে
ভোগান্তির দোলাচালে, পিলে চমকে ওঠা...