আধখোলা লাজুকতা শৈলীর ভাঁজে
অপার্থিব করেছে চাহনি
অমন মায়া সলীল কালো চোখে
ধার জমে ফেটে যায় কাঁচের হৃদয়।
যুদ্ধাহত আশ্বস্ততা ছোঁয়াছে ভরশায়
এলিয়েছে ইমানের ভিত।
ঠিকরে ওঠা সুঠাম মায়ারশ্নি
ঝলসে উঠে ভেতরের বন্দরে
কত বিষন্ন জাহাজের আকাঙ্খিত আশ্রম
হে হৃদয়ের পোতাশ্রয় --
দ্বার খোলো, উপচে পড়া ঘুম ঢেলে
সম্মোহনের  প্রাবল্যগুলোর
করি নোঙর।

মৃত্যুর মতো মহা পতন সুখে
উন্মোচন করি আনন্দধাম
ঝাঁপিয়ে পড়া ঝড়ের তাণ্ডবে
এসো আজ আবৃত্তি করি
শারিরীক সংবর্ধনা।