ঘুম হয়ে যাও পরী
কাঁদবার অবসর নেই।
নিষ্ঠুরতার ইটে গেঁথেছো উদাসীনতা
পাথরে পা ডুবিয়ে
লোহা লক্করে কেমন সাজিয়েছ মন
ঘুর্ণনের শব্দযজ্ঞে পেছিয়েছো প্রেম
হৃদয়ের করাতকলের ধারের নৈপুণ্যে
কুচিকুচি কাঁচের মেহন
যতবার জাগতে চেয়েছি অচেনা জীবনে
বহুব্রীহি সম্বিতের শবাধারে
ততবার পাথুরে মিলন
রত্নবিষে অতলে ডুবে গেছে
খনি চাপা শ্রমিকের নধর প্রেম
আনুভূমিক ভালবাসা
থেঁতলে গেছে লাভার কাদায়
বেজন্মা ছলনার ভারে
ঘুম হয়ে যাও পরী
কাঁদবার অবসর নেই।