একটি উড়ন্ত নদী, ভাটিতে উজান এসে খেলে যায় তাস
ধানী আর শহরের সব থেকে দামী জমি করে নেয় গ্রাস
তোমার পাঁচিলে শুধু ব্যাথা ছেনে বারিধারা একাকী আষাঢ়
বিরহী শ্রাবন এক আমাকে দিয়েছে লিখে স্মৃতিবৃষ্টি ধার।
নর্দমায় ঢল নামে ধুয়ে মুছে শহরের পুরনো যৌবন
প্রেমিকার মত আসে গ্রাস করে নিতে সব বেখেয়াল মন।
ছাতার জগত তবু কান খাড়া করে শুনে মেঘের গুড়ুম
কোথায় চলেছে মাথা অপদেবতার পথে নেচে ঝুমঝুম?
অট্টালিকা পেকে গেছে পঁচে গেছে মনুষত্ব-- মনের ভাগাড়
জন্মে মানুষ দশায়, ফেরে না সে মনুষ্যত্বে কোনদিন আর।